Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ এইচএসসির ফল প্রকাশের পর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৯, ১৫ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ এইচএসসির ফল প্রকাশের পর

এইচএসসির ফলাফল প্রকাশের পর এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন।

শুক্রবার সকালে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন তিনি। অধ্যাপক এনায়েত হোসেন বলেন, ‘এইচএসসির ফল এখনো প্রকাশ হয়নি। ফল প্রকাশের পর সিদ্ধান্ত হবে। এর আগে তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।’

পরীক্ষার তারিখ মন্ত্রণালয় নির্ধারণ করবে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা আমাদের এখতিয়ারে নাই। মন্ত্রণালয় করবে। এটি নিয়ে আমরা মন্ত্রী মহোদয়কে চিঠি দিয়েছি, তিনি যে তারিখ দেবেন সে অনুযায়ী ভর্তি কমিটি আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে। মন্ত্রীর মতামতের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবে।’

এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবিবিএসে ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। ১২ এপ্রিল এমবিবিএস পরীক্ষা হবে—ভাইরাল হওয়া এমন খবরে মেডিকেল শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়।