Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

রোববার থেকে বিটিভি ও সংসদ টিভিতে শিক্ষার্থীদের পাঠদান শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০০:২৯, ২৯ মার্চ ২০২০

প্রিন্ট:

রোববার থেকে বিটিভি ও সংসদ টিভিতে শিক্ষার্থীদের পাঠদান শুরু

করোনাভাইরাস সংক্রমণ রোধে ৯ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও সংসদ টিভি রোববার থেকে ষষ্ঠ হতে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান প্রচার শুরু করবে।

শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর শিক্ষার্থীদের জন্য একটি রুটিন প্রকাশ করেছে। রুটিন অনুযায়ী ক্লাসগুলো সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। পরে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা পুনরায় সম্প্রচারিত হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখা টেলিভিশন পাঠক্রমটির নাম দিয়েছে ‘আমার ঘরে আমার স্কুল।’ এর আগে ২৪ মার্চ এক সিদ্ধান্তে দেশে ৯ এপ্রিল পর্যন্ত কোচিং সেন্টারসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ২৮ মার্চ থেকে সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সংসদ টিভি একাডেমিক কার্যক্রম প্রচার করবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables