Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৪, ১৯ জুন ২০১৮

আপডেট: ০০:০৯, ২০ জুন ২০১৮

প্রিন্ট:

তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক নিয়োগ

ঢাকা : দেশের তিন বরেণ্য শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

নিয়োগপ্রাপ্ত শিক্ষাবিদ হলেন- ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের ইমেরিটাস অধ্যাপক ও উপদেষ্টা ড. রফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন অধ্যাপক ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্য ড. জামিলুর রেজা চৌধুরী।

সর্বশেষ ২০১১ সালের জুন মাসে পাঁচজন শিক্ষাবিদকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়। তাদের মেয়াদ শেষ হয়েছে ২০১৬ সালের জুনে।১৯৭৫ সাল থেকে এই সম্মাননা দেয়া হচ্ছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer