Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ২ জুন ২০২৫

প্রিন্ট:

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৮ টাকা

ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৮ টাকা কমেছে। সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ নতুন দাম ঘোষণা করেন। আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে বলে জানানো হয়।

চলতি জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। গত মাসে দাম ছিল ১ হাজার ৪৩১ টাকা। অর্থাৎ, জুনে ১২ কেজিতে দাম কমেছে ২৮ টাকা।