Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৮, ৯ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ

ফাইল ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়।

পৃথক প্রজ্ঞাপনে সরকারের সাবেক সিনিয়র সচিব আসাদুল ইসলামকে জীবন বিমা করপোরেশন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া অপর এক আদেশে বিশেষায়িত কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকেও অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আতাউর রহমানকে জাতীয় জাদুঘরের মহাপরিচালক এবং জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আলীম আখতার খানকে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables