Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

এ সপ্তাহে ভারত থে‌কে পেঁয়াজ আসা শুরু হ‌বে : বাণিজ্য প্রতিমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৬, ২ মার্চ ২০২৪

আপডেট: ১৬:১৩, ২ মার্চ ২০২৪

প্রিন্ট:

এ সপ্তাহে ভারত থে‌কে পেঁয়াজ আসা শুরু হ‌বে : বাণিজ্য প্রতিমন্ত্রী

ফাইল ছবি

এ সপ্তাহ থে‌কে ভারত থে‌কে ৫০ হাজার টন পেঁয়াজ আসা শুরু হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।আজ শ‌নিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ (এ‌জিউ‌ব্লিউই‌বি) আয়োজিত অনুষ্ঠা‌ন শে‌ষে সাংবা‌দিক‌দের এ কথা জানান তিনি।

আবুধাবিতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ১৩তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ভার‌তের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন প্রতিমন্ত্রী। বৈঠ‌কের প্রসঙ্গ তু‌লে ধ‌রে প্রতিমন্ত্রী বলেন, ডব্লিউটিওতে ভার‌তের বা‌ণিজ্যমন্ত্রীর স‌ঙ্গে একটা মি‌টিং ছিল। সেখা‌নে উনি (পীযুষ গয়াল) ব‌সে চি‌ঠি ইস্যু করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। চি‌ঠি ইস্যু হ‌য়ে গেছে। আমা‌দের হা‌তে চি‌ঠির ক‌পি এসে গে‌ছে। কাল‌ আমরা চি‌ঠি পে‌য়ে‌ছি।’

আহসানুল ইসলাম টিটু ব‌লেন, ‘এ সপ্তাহ থে‌কে ৫০ হাজার মে‌ট্রিক টন পিঁয়াজ ভারত থে‌কে আসা শুরু হ‌বে। আমা‌দের লক্ষ্য হ‌লো রমজা‌নের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত্য প্রয়োজনীয় জি‌নিস কিন‌তে না হয়।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer