Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৯ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ১৯ এপ্রিল ২০২২

প্রিন্ট:

ভারতের নতুন সেনাপ্রধান লে. জেনারেল মনোজ পাণ্ডে

ভারতীয় সেনাবাহিনীর সহকারী সেনাপ্রধান মনোজ পাণ্ডেকে সোমবা দেশটির সেনাবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ করা হয়েছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মনোজ পাণ্ডে আগামী ১ মে ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। কর্পস অব ইঞ্জিনিয়ার্স থেকে তিনিই প্রথম অফিসার যিনি ভারতের সেনাপ্রধান হয়েছেন।

জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের স্থলাভিষিক্ত হবেন মনোজ পাণ্ডে। আগামী ৩০ এপ্রিল নিজের ২৮ মাসের মেয়াদ শেষ করতে যাচ্ছেন মনোজ মুকুন্দ।

পরবর্তী প্রধান হিসেবে মনোজ পাণ্ডের নিয়োগের বিষয়টি সংবাদ সংস্থা এএনআইকে নিশ্চিত করেছেন ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা। ১৯৮২ সালের ডিসেম্বরে কর্পস অব ইঞ্জিনিয়ার্সে কমিশন লাভ করেন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির সাবেক ছাত্র মনোজ পাণ্ডে।

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পল্লানওয়ালা সেক্টরে অপারেশন ‘পরাক্রম’ পরিচালনার সময় একটি ইঞ্জিনিয়ার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer