Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩০ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমার সেনাদের বর্বরতার নিন্দায় ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ২৮ মার্চ ২০২১

প্রিন্ট:

মিয়ানমার সেনাদের বর্বরতার নিন্দায় ১২ দেশের প্রতিরক্ষা প্রধান

বিক্ষোভকারীদের নির্বিচারে গণহত্যার ঘটনায় মিয়ানমার সেনাবাহিনীর নিন্দা জানিয়েছে ১২ দেশের প্রতিরক্ষা প্রধান। রোববার যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরা’র 

প্রতিরক্ষা প্রধানরা ওই বিবৃতিতে জানান, কোনো পেশাদার সামরিক বাহিনীকে আন্তর্জাতিক মান অনুসরণ করে জনগণের সঙ্গে আচরণ করা দরকার। মনে রাখা দরকার, জনগণের সুরক্ষা দেওয়ার জন্য তারা, ক্ষতি করার জন্য নয়; তাদের উচিত- লোকদের সেবা করা।

জানা গেছে, বিবৃতিতে স্বাক্ষর করা অন্য দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, জার্মানি, গ্রিস, ইতালি, ডেনমার্ক, নেদারল্যান্ড এবং নিউজিল্যান্ড।

উল্লেখ্য, চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থান ঘটিয়ে মিয়ানমার সেনাবাহিনী ক্ষমতা দখলে নেওয়ার পর বিক্ষোভে অংশ নিয়ে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের জন্যও শোক প্রকাশ করেছেন ১২টি দেশের প্রতিরক্ষা প্রধান।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables