Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের দাফন সম্পন্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ১৯ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নুল আবেদীনের দাফন সম্পন্ন

ঢাকা : প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার বাদ আছরের পর নিজ গ্রাম লোহাগাড়ার চুনতীতস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে চুনতীতে ঐতিহাসিক সীরাত ময়দানে তার সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

জানাজায় চট্টগ্রাম-১৫ আসনের (সাতকানিয়া লোহাগাড়া) সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব, লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিকাল ৫টা ১৩ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম।