Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

মার্কিন সেনাদের বেতন বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০১, ১১ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্কিন সেনাদের বেতন বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

ঢাকা : দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সিউল নতুন একটি চুক্তিতে সই করেছে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যয়ভার সিউলকে বাড়াতে হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এ চুক্তি হলো।

এশিয়ার এ দেশটিতে ২৮ হাজার ৫০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তাদের বেতন-ভাতা বাবদ সিউল সরকার এবার ১.০৩ ট্রিলিয়ন ওয়ান ব্যয় করবে। গত বছর এ ব্যয় ছিল ৯৬০ বিলিয়ন ওয়ান।

এর আগে, গত মাসে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের একটি সূত্র জানিয়েছিল, মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা স্থগিত হয়েছে। এর হিসেবে কারণ তারা জানায়, যুক্তরাষ্ট্র অস্বাভাবিকভাবে দাবি করেছে যে সিউলকে প্রতি বছর মার্কিন সেনাদের জন্য ১.৪ ট্রিলিয়ন ওয়ান বা ১২০ কোটি ডলার ব্যয় করতে হবে। যুক্তরাষ্ট্রের এ দাবিকে সিউল অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছিল।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer