Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

জনপ্রিয় কার্টুন ‘মোটু পাতলু’ এবার বাংলায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ১০ জুলাই ২০১৫

আপডেট: ১৩:১৩, ১১ জুলাই ২০১৫

প্রিন্ট:

জনপ্রিয় কার্টুন ‘মোটু পাতলু’ এবার বাংলায়

ঢাকা: বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কার্টুন সিরিজ ‘মোটু পাতলু’। একজন বিশাল মোটা, আরেকজন লিকলিকে শুকনো। এই মজার দুই চরিত্র নিয়ে নির্মিত বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় কার্টুনের নাম ‘মোটু পাতলু’।

ফুরফুরি নগরের দুই বন্ধুর দৈনন্দিন জীবনের হাস্যকর সব ঘটনা নিয়েই এর গল্প। 

কার্টুন সিরিজ মোটু পাতলু বিশ্বের নয়টি দেশে দেখানো হচ্ছে। এর ডাবিং হয়েছে পাঁচটি ভাষায়। সম্প্রতি বাংলা ভাষায়ও এর ডাবিং হয়েছে।

ঈদুল ফিতরের দিন থেকে মাছরাঙা টেলিভিশনে বাংলা ভাষায় ডাবিং করা মোটু পাতলুর প্রচার শুরু হবে। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ২ মিনিটে এটি পরিবেশিত হবে।

ঈদের পর থেকে ‘মোটু পাতলু’ প্রচারিত হবে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বিকাল ৫ টা ১০ মিনিটে এবং পুনঃপ্রচার হবে একই দিন সকাল ৯ টা, দুপুর ১ টা ও বিকাল ৩ টায়। এছাড়া শুক্রবার ও শনিবার সকাল ৯ টায় পুরো সপ্তাহের সবগুলো পর্ব একসঙ্গে দেখানো হবে।

Walton
Walton