Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন দিলেন প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:১৯, ৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

শিশু পরিবার সদস্যদের ল্যাপটপ ও সেলাই মেশিন দিলেন প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সরকারী শিশু পরিবার, ঢাকা-এর কয়েকজন সদস্যকে ১০টি ল্যাপটপ ও ২০টি সেলাই মেশিন উপহার দিয়েছেন।আজ সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তাদের এ উপহারগুলো হস্তান্তর করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু পরিবারের সদস্যদের এসব উপহার বিতরণ করা হয়।এ সময় তেজগাঁও শহীদ মনুমিয়া হাইস্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বৃষ্টি আক্তার সৃষ্টি প্রধানমন্ত্রীর সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন।

পরে প্রধানমন্ত্রী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করেন।নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা, আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমদ পলক এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।