Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৮ ১৪৩১, শনিবার ০৫ অক্টোবর ২০২৪

এসএসসি পাসে পুলিশে চাকরি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ২৭ জানুয়ারি ২০২৪

প্রিন্ট:

এসএসসি পাসে পুলিশে চাকরি

ফাইল ছবি

দেশের ৬৪টি জেলা থেকে ৩ হাজার ৬০০ পদে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ। অনলাইনে ১৯ জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ থাকতে হবে। আবেদনের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিক ও অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে

সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি)।নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে (ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি)।

পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি।

আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশনা দেয়া হয়েছে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য https://www.police.gov.bd/en/recruitment_information এই লিংকে জানা যাবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer