
ফাইল ছবি
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি প্রবেশনারি সিনিয়র অফিসার, প্রবেশনারি অফিসার ও প্রবেশনারি জুনিয়র অফিসারের ৩টি পদে মোট ৬৬০ জনকে নিয়োগ দেবে।
যোগ্যতা পূরণ সাপেক্ষে যে কেউ আবেদন করতে পারবেন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
পদের নাম: প্রবেশনারি সিনিয়র অফিসার
পদসংখ্যা: ১০০
আবেদন যোগ্যতা: এ পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। চারটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
বেতন: প্রবেশন অবস্থায় বেতন ৪০ হাজার টাকা। প্রবেশন শেষে মাসে বেতন ৬৭ হাজার ৫০০ টাকা করে।
পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: ২০০
আবেদন যোগ্যতা: প্রবেশনারি অফিসার পদে আবেদনের জন্য জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তিনটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন: প্রবেশন অবস্থায় বেতন ৩৫ হাজার টাকা। প্রবেশন শেষে মাসে বেতন ৫৩ হাজার ৫৫০ টাকা করে।
পদের নাম: প্রবেশনারি জুনিয়র অফিসার
পদসংখ্যা: ৩৬০
আবেদন যোগ্যতা: প্রবেশনারি জুনিয়র অফিসার পদে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। দুটি প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
বেতন: প্রবেশনারি জুনিয়র অফিসার পদে প্রবেশন অবস্থায় বেতন ৩০ হাজার টাকা। প্রবেশন শেষে মাসে বেতন ৪৪ হাজার ৩০০ টাকা করে।
আবেদনকারীর বয়স: করোনাভাইরাস ছড়িয়ে পড়ার কারণে ২০২০ সালে চাকরির আবেদনে বয়সে ছাড় দেয় সরকার। তখন বলা হয়েছিল, ২০২০ সালের ২৫ মার্চে যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে, সরকারি চাকরিতে তারা আবেদনের সুযোগ পাবেন। এ নিয়ে প্রজ্ঞাপনও জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর তারা আবেদন করতে পারবেন।
তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালে ২৫ মার্চে ৩২ বছর হতে হবে।
যেভাবে আবেদন করবেন: বিজ্ঞপ্তি দেখুন পূবালী ব্যাংকের ওয়েবসাইটে। আবেদনপত্র পূরণ করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৩।