Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

আলী যাকেরকে মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা : বিকেলে বনানীতে দাফন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৯, ২৭ নভেম্বর ২০২০

প্রিন্ট:

আলী যাকেরকে মুক্তিযুদ্ধ জাদুঘরে শ্রদ্ধা : বিকেলে বনানীতে দাফন

না ফেরার দেশে চলে গেলেন কুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের। শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বরেণ্য এ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে বেলা আড়াইটা পর্যন্ত মরদেহ রাখা হবে বলে জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। শুক্রবার বাদ আসর কবরস্থান সংলগ্ন মসজিদে তার দাফন সম্পন্ন হবে।