Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

কৃষিতে নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া ব্যবহার বিষয়ক সেমিনার

কৃষিবিদ দীনমোহাম্মদ দীনু

প্রকাশিত: ১৭:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ২৩:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

কৃষিতে নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া ব্যবহার বিষয়ক সেমিনার

ছবি- বহুমাত্রিক.কম

কৃষিতে নভেল বেসিলাস এর ব্যবহার এবং প্রয়োগে কৃষির সাফল্য ত্তথা বেগুনের ঢলে পড়া রোগ দমনে চট্টগ্রামে জাতীয় পর্যায়ের এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

রোববার কৃষি গবেষণা কেন্দ্র, পাহাড়তলীর সেমিনার কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি গবেষণা কেন্দ্র, পাড়াতলীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনর রশীদের সভাপতিত্ব এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান চৌধুরী উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল হুদা।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন  প্রধান গবেষক ড. মোঃ তোফাজ্জল হোসেন রনি। অনলাইন আলোচনায় অংশ নেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খলিলুর রহমান ভুইয়া, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম হারুনর রশীদ, ড. মোহাম্মদ আমীন, উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জামাল উদ্দিন, উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-চট্টগ্রাম এর উপ-পরিচালক শৈবাল কান্তি নন্দী, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মাদ দীনু, বোয়ালখালীর কৃষি কর্মকর্তা আতিকুল্লাহ, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান প্রমুখ।

বায়োসেন্টার বাস্তবায়ন এর মাধ্যমে দেশে ব্যাপক আকারে এই নয়া প্রযুক্তি কৃষকের কাছে পৌছানো সম্ভব বলে মত দেন কৃষি বিজ্ঞানীরা। বক্তারা বলেন, নভেল বেসিলাস এর প্রয়োগ একটি নতুন বিষয় যার উপর আরো জোরাল গবেষণা করতে হবে। সারা দেশব্যাপি পরিবেশবান্ধব নভেল বেসিলাস কৃষকের কাছে সহজ ভাবে পৌছে দিতে হবে। আমদের দেশে কোন formulation product নেই। বড় আকারে বায়ো সেন্টার করে এ ধরণের কাজ বাড়িয়ে দিতে হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables