Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

রাঙ্গামাটিতে সমন্বিত খামার ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৩৩, ২৭ মে ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাঙ্গামাটিতে সমন্বিত খামার ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন

ছবি-বহুমাত্রিক.কম

রাঙ্গামাটি : রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সিএইচটিডিএফ-ইউএনডিপি’র বাস্তবায়নে এবং ডানিডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সমন্বিত খামার ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনের ওরিয়েন্টেশন শেষ হয়েছে।

বৃহস্পতিবার জেলার বিভিন্ন উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের ৪৫জন কর্মকর্তাদের অংশগ্রহণে রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে এ ওরিয়েন্টেশন সম্পন্ন হয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাখাওয়াৎ হোসেন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, মাষ্টার ট্রেনার বিমল জ্যোতি চাকমা, প্রকল্পের বিশেষজ্ঞ এ কে এম আজাদ সমাপনী অনুষ্ঠারে বক্তব্য রাখেন।

এর আগে বুধবার রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্ধোধন করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer