‘বিয়ার্ড বিফোর উইকেট’ পডকাস্টে রোববারের প্রকাশিত ভিডিওতে আনুষাঙ্গিক বিষয় নিয়ে কথা বলেন সাকিব। এই অনুষ্ঠানের সঞ্চালক ইংল্যান্ডের দুই সাবেক ও বর্তমান ক্রিকেটের মঈন আলী ও আদিল রশিদ এবং ফ্রিল্যান্সার ব্রডকাস্টার নুবাইদ হারুন। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশের বাইরেই আছেন সাকিব। সে বছরের সেপ্টেম্বরে ভারত সফরের পর আর কোনো আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি এ দেশসেরা অলরাউন্ডারকে।