ছবি: সংগৃহীত
রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি মালবাহী কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। পাইলটসহ ওই বিমানে থাকা সাত যাত্রীর সবাই নিহত হয়েছেন।
মঙ্গলবার মস্কোর নিকটবর্তী ইভানোভো ঘটেছে এই ঘটনা। তাস নিউজের খবরে বলা হয়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণায় থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল এএন-২২ মিলিটারি ট্রান্সপোর্ট এয়াক্রাফট সিরিজের একটি বিমান। রুশ সামরিক বাহিনীতে এ সিরিজের বিমানগুলো কার্গো বিমান হিসেবে ব্যবহৃত হয়। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা দেখা দেয়। সেই ত্রুটি মেরামতের পর পরীক্ষামূলকভাবে ওড়ানো (টেস্ট ফ্লাইট) হয়েছিল বিমানটিকে। এ সময় বিমানটিতে পাইলটসহ সাত যাত্রী ছিলেন।
সামরিক বিমানবন্দর থেকে টেক অফ করার কিছুক্ষণ পরই সেটি ইভানোভো জেলার একটি এলাকায় আছড়ে পড়ে।




