Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৮, ১১ জুলাই ২০২৫

প্রিন্ট:

অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

ছবি- সংগৃহীত

জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাৎ মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ তার তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল আউয়াল জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত  আবুল বারকাতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আইনজীবীরা জানিয়েছেন, পরবর্তী সময়ে রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ২০ ফেব্রুয়ারি ২৩ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাদের বিরুদ্ধে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।