Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩২, রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫

খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫০, ২৪ জুন ২০২৫

প্রিন্ট:

খুলে গেল মধ্যপ্রাচ্যের আকাশসীমা

ফাইল ছবি

কাতার, বাহরাইন এবং কুয়েত তাদের আকাশসীমা সংক্ষিপ্ত সময়ের জন্য বন্ধ রাখার পর আনুষ্ঠানিকভাবে পুনরায় খুলে দিয়েছে।সোমবার দিবাগত রাতে দেশগুলোর রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো এমন তথ্য জানিয়েছে

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা ও ওই অঞ্চলে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ফ্লাইট চলাচল ও আকাশসীমা বন্ধ করা হয়। তীব্র উত্তেজনার মধ্যে যাত্রী, ক্রু এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ এমন পদক্ষেপ নেয়।
 
এদিকে আকাশসীমা পুনরায় খোলার ফলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। বিমান সংস্থা ভ্রমণকারীদের ভোগান্তি কমাতে যেকোনো ঘোষণা সম্পর্কে আপডেট থাকার পরামর্শ দিয়েছে। 

এরআগে হামলার ঘটনায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়ায় ঢাকা থেকে এসব গন্তব্যে সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছিল। তবে অবস্থা স্বাভাবিক হলে দ্রুতই ফ্লাইট পরিচালনা করা হবে বলেও জানানো হয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables