Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২ ১৪৩১, শুক্রবার ১৭ মে ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৬, ৩০ এপ্রিল ২০২৪

প্রিন্ট:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায়  তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন।সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে বন্দুক হামলা আগ্নেয়াস্ত্র রাখার দায়ে এক ব্যক্তিকে আটক করতে হতাহত এসব পুলিশ কর্মকর্তা সেখানে গিয়েছিলেন।

নর্থ ক্যারোলাইনার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন একজন হামলাকারীর মরদেহ উদ্ধার করেছে তারা।পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস বলেন, ‘নিহত তিন কর্মকর্তা মার্শাল টাস্কফোর্সের সদস্য ছিলেন। আমেরিকার অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এই চাস্কফোর্স গঠন করা হয়।’

তিন কর্মকর্তা নিহত হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ‘তিনজন বীর’ হারিয়েছে বলেও উল্লেখ করেন জনি জেনিংস। গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য আজ এক বেদনার দিন। আজ আমরা যাদের হারালাম, তারা আমাদের সবার জীবন নীরাপদ রাখতে কাজ করতেন।’

নিহত তিন কর্মকর্তা ‘ওয়ারেন্ট’ নিয়ে এমন এক ব্যক্তির কাছে গিয়েছিলেন, যিনি আগ্নেয়াস্ত্র রাখার কারণে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে জানান জনি জেনিংস। কিন্তু ওই ব্যক্তির বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তাঁরা বন্দুক হামলার শিকার হন। তারাও পাল্টা গুলি চালালে সন্দেহভাজন এক বন্দুকধারী নিহত হন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুক্ষণ ধরে গুলি ও পাল্টা গুলির ঘটনা ঘটে। এর পর স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকসের (সোয়াট) একটি দল সেখানে গিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে ওই বাড়ি থেকে গ্রেফতার করে। জনি জেনিংস জানান, ওই দুই ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে চিকিৎসকেরা জানিয়েছেন, পুলিশ বিভাগের আহত পাঁচ সদস্যের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer