ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জুনের সাধারণ নির্বাচন বিতর্কে অংশ নিতে রাজি হয়েছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করবে সিএনএন। খবর আল জাজিরার।
বুধবার সকালে এক এক্স বার্তায় বাইডেন জানান, তিনি ২৭ জুন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বসতে সিএনএনের আমন্ত্রণ পেয়েছেন এবং তা গ্রহণ করেছেন।
বাইডেন লিখেছেন, আপনার সঙ্গে ডোনাল্ড। যেমন আপনি বলেছেন: যে কোনও জায়গায়, যে কোনও সময়।
ডোনাল্ড ট্রাম্পও সিএনএনের এই আমন্ত্রণে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রচারাভিযানের একজন কর্মকর্তা।
এর আগে নভেম্বরের নির্বাচন সামনে রেখে বাইডেন ট্রাম্পকে দুটি বিতর্কে অংশ নিতে চ্যালেঞ্জ করেছিলেন। অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে তিনি বলেছিলেন, ‘ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে আমার কাছে দুটি বিতর্কে হেরেছিলেন। তারপর থেকে, তিনি আর কোন বিতর্কে অংশ নেননি। এখন তিনি এমন ভাব করছেন যেন আমার সঙ্গে আবার বিতর্ক করতে চান। ওয়েল, আমাকে একটি সুন্দর দিন উপহার দিন, পল’।
জুন ও সেপ্টেম্বরে দুটি টেলিভিশন বিতর্কের জন্য ট্রাম্পকে তার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান বাইডেন।
এরপর ট্রাম্প দ্রুত প্রতিক্রিয়া জানান। তার ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন, তিনি প্রস্তাবিত তারিখগুলোতে কুটিল জো’র সঙ্গে বিতর্ক করতে প্রস্তুত।
ট্রাম্প লিখেছেন, ‘আমি চাই দুটির বেশি বিতর্ক হোক। এটা জেনে খুব ভালো লাগছে যে, একটি খুব বড় স্থান নির্ধারণ করা হয়েছে। যদিও বাইডেন জনসমাগমকে ভয় পান। তার একটি কারণ তিনি তাদের কাছে পৌঁছাতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘শুধু আমাকে বলুন কখন, আমি সেখানে থাকব।’আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বেশিরভাগ জরিপে ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী বাইডেন ও ট্রাম্পের মধ্যে শক্ত প্রতিযোগিতা হওয়ার আভাস মিলেছে।