Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

ওষুধের উচ্চমূল্য কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

ওষুধের উচ্চমূল্য কমানোর নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ফাইল ছবি

নিত্যপণ্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। ধরন ও কোম্পানিভেদে দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ। এ অবস্থায় ওষুধের উচ্চমূল্য কমানোর নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন।

মঙ্গলবার স্বাস্থ্য সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।

ওষুধের দাম বাড়ানোর অজুহাত হিসেবে বলা হচ্ছে, ডলার সংকট ও আমদানি খরচ বৃদ্ধি। যদিও অভিযোগ আছে, মূল্য সমন্বয়ে কোম্পানির চাওয়ার প্রাধান্য থাকে বেশি।এ অবস্থায় মানুষের ক্রয় সক্ষমতাকেও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, দেশে মোট ৩০৮টি কোম্পানি ২৭ হাজারেরও বেশি ব্র্যান্ডের ওষুধ উৎপাদন করে। এরমধ্যে কেবল ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করে ঔষধ প্রশাসন অধিদফতর। সেখানেও অভিযোগ কোম্পানিগুলো নির্ধারিত জেনেরিকের সঙ্গে নতুন কিছু সংযোজন করে নিয়ন্ত্রণের বাইরে চলে যান।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer