Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

মস্কোর বিরুদ্ধে পশ্চিমারা সরাসরি যুদ্ধে লিপ্ত: লাভরভ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

মস্কোর বিরুদ্ধে পশ্চিমারা সরাসরি যুদ্ধে লিপ্ত: লাভরভ

ফাইল ছবি

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেনকে সমর্থন দিয়ে পশ্চিমা শক্তিগুলো কার্যকরভাবে মস্কোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে।

তিনি বলেন, আপনি এটিকে যা চান তা বলতে পারেন। কিন্তু তারা আমাদের সাথে লড়াই করছে। সরাসরি তারা আমাদের সাথে লড়াই করছে। আমরা একে হাইব্রিড যুদ্ধ বলছি, কিন্তু তাতে কিছু বদলায় না।লাভরভ জাতিসংঘে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন, আগামী সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এম-১ আব্রামস ট্যাংক পাচ্ছে ইউক্রেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৃহস্পতিবার ওয়াশিংটনে দেখা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেই আব্রামস ট্যাংক দেওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। নতুন করে সামরিক সহায়তার ঘোষণাও এসেছে তার কাছ থেকে। এবারের সহায়তার পরিমাণ ৩২ কোটি ৫০ লাখ ডলার। যুদ্ধের পর আগেও একবার যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন জেলেনস্কি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer