Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

ফিফার শাস্তির বিরুদ্ধে সোহাগের আপিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৯, ৬ মে ২০২৩

আপডেট: ২০:৪৮, ৬ মে ২০২৩

প্রিন্ট:

ফিফার শাস্তির বিরুদ্ধে সোহাগের আপিল

ফাইল ছবি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানার ঘোষণা দিয়েছিল ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন সোহাগ।

শুক্রবার সুইজারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ফিফার শাস্তির বিরুদ্ধে আপিল করেন আবু নাঈম সোহাগ। তার পক্ষে দুইজন আইনজীবী এই আবেদন করেন। যেখানে মোটা অংকের কোর্ট ফি জমা দেন সোহাগ।

গত ১৪ এপ্রিল জালিয়াতি এবং মিথ্যাচারসহ ফিফার অন্তত চারটি আইন লঙ্ঘন করায় সব ধরণের ফুটবল কার্যক্রম থেকে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। একইসঙ্গে জরিমানা করা হয় প্রায় ১২ লাখ টাকা। 
 
এ ঘটনায় বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন প্রথমে নরম সুরে কথা বলার চেষ্টা করেন। কিন্তু পরিস্থিতির কারণে তিনি সুর পাল্টাতে বাধ্য হন। পরে বাফুফে থেকে সোহাগকে বহিষ্কার করা হয়। একইসঙ্গে বাফুফের পক্ষ থেকে গত ১৭ এপ্রিল তৈরি করা হয় ১০ সদস্যের তদন্ত কমিটি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer