
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক একটি ‘দুঃখজনক অবস্থায়’ এবং সর্বনিম্ন স্তরে রয়েছে বলে বুধবার ক্রেমলিন মন্তব্য করেছে। এর আগে ওয়াশিংটন রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণ সাগরে একটি মার্কিন পুনরুদ্ধারকারী ড্রোন ভূপাতিত করার অভিযোগ করেছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ড্রোনের ঘটনায় ওয়াশিংটনের সঙ্গে উচ্চ পর্যায়ের কোনো যোগাযোগ হয়নি। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিবৃতিতে তার যোগ করার কিছুও নেই।
পেসকভ বলেছেন, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে এবং অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছে। একই সময়ে রাশিয়া কখনও গঠনমূলক সংলাপ প্রত্যাখ্যান করেনি এবং এখনো অস্বীকার করছে না।
এদিকে মার্কিন সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, একটি রাশিয়ান যুদ্ধবিমান আন্তর্জাতিক আকাশসীমায় কৃষ্ণ সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের একটি গুপ্তচর ড্রোনের প্রপেলার কাটা পড়ে। এর ফলে ড্রোনটি পানিতে পড়ে যায়। মার্কিন বিমানবাহিনীর জেনারেল জেমস হেকার এটিকে ‘রাশিয়ানদের একটি অনিরাপদ এবং অপেশাদার কাজ’ বলে অভিহিত করেছেন।
অন্যদিকে রাশিয়া ড্রোনটিকে আঘাত করার বিষয়টি অস্বীকার করে বলেছে, এটি ‘তীক্ষ্ণ কৌশলের’ কারণে বিধ্বস্ত হয়েছে।