Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানাল ঢাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৪, ২৮ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৭:১৯, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানাল ঢাকা

ডেনমার্কের কোপেনহেগেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শনিবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিন্দা জানায়।

বাংলাদেশ বলছে, এটি জঘন্য ঘটনা। এর মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননা করা হয়েছে। সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অযৌক্তিক উসকানি ও ‘ইসলামোফোবিয়া’ থেকে বিরত থাকার আহ্বান জানায়। উল্লেখ্য, কোপেনহেগেনে গত শুক্রবার উগ্র ডানপন্থী এক কর্মী পবিত্র কোরআন পুড়িয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer