Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ গ্রামীণফোনের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৪৩, ১৬ মার্চ ২০২০

প্রিন্ট:

২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ গ্রামীণফোনের

ঢাকা : বাংলাদেশে করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য স্কুল কলেজ সিনেমা হল বন্ধ করা ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টেলিকম কোম্পানি গ্রামীণফোন এবার তার ২৩শ’ কর্মীকে বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে। সোমবার এ সিদ্ধান্ত জানায় কোম্পানিটি।

বাংলাদেশের শীর্ষ টেলিকম কোম্পানিটির হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন কর্মকর্তা মুহাম্মদ হাসান জানান, গ্রামীণফোন কর্মীদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। করোনা সতর্কতায় এই পদক্ষেপ।

তিনি আরো জানান, যেসব ক্ষেত্রে গ্রাহককে সরাসরি জরুরি সেবা দিতে হবে, সেখানে কর্মীরা বিশেষভাবে কাজ করবেন। এ ক্ষেত্রেও যথাসম্ভব সকল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তারপর সেবা দিতে বলা হয়েছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables