Bahumatrik :: বহুমাত্রিক
 
২৫ চৈত্র ১৪২৬, বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২০, ৬:০০ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

১৫ বছর পর শুরু হচ্ছে নতুন কুঁড়ি


২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার, ১০:৪৮  পিএম

বহুমাত্রিক.কম


১৫ বছর পর শুরু হচ্ছে নতুন কুঁড়ি

ঢাকা : শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা `নতুন কুঁড়ি`। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে ১৯৭৬ সালে বিটিভিতে মোস্তফা মনোয়ারের নির্দেশনায় ‘নতুন কুঁড়ি’ জাতীয় টেলিভিশন প্রতিযোগিতা হিসেবে যাত্রা শুরু করে। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছিলো কবি গোলাম মোস্তফার কিশোর নামক কবিতা থেকে।

প্রায় বছর ধরে এই প্রতিভা অন্বেষণের প্লাটফর্মটি বন্ধ হয়ে আছে। খুশির খবর হচ্ছে দীর্ঘ ১৫ বছর পর আবার শুরু হচ্ছে। আগামী মাসের শেষ সপ্তাহ থেকে প্রতিযোগিতাটির প্রাথমিক বাছাই কাজ শুরু হবে।

সারাদেশকে ২০টি জোনে ভাগ করে বাছাই পর্ব হবে। বাছাই পর্ব থেকে বিজয়ীদের নিয়ে হবে মূল প্রতিযোগিতা। একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, কোরআন তেলাওয়াত, গল্প বলা বিষয়ে `ক` ও `খ` শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। `ক` শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং `খ` শাখার ক্ষেত্রে ১০ থেকে ১৫ বছর।

এখন পর্যন্ত প্রতিযোগিতায় কারা বিচারকার্য পরিচালনা করবেন, তা চূড়ান্ত হয়নি। অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।