Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

১৪৫ দিন পর ইন্টারনেট পেল কাশ্মীর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৪, ২৭ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

১৪৫ দিন পর ইন্টারনেট পেল কাশ্মীর

ঢাকা :  ভারতের জম্মু, কাশ্মির ও লাদাখ অঞ্চলে ১৪৫ দিন পর সব ধরণের ইন্টারনেট খুলে দেওয়া হলো। কাশ্মীর বিষয়ক বিশেষ আইন রদ করার পর থেকে এই অঞ্চলে প্রাথমিকভাবে ইন্টারনেট সার্ভিস বন্ধ রাখে ভারতের সরকার। পরবর্তীতে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করলেও এতদিন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিলো।

ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিগত চারমাসে কাশ্মীরে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটনায় বৃহস্পতিবার সেখানে মোবাইল ইন্টারনেট চালু করে দেয়া হয়েছে। এর মাধ্যমে ভারতের অন্যান্য রাজ্যের মতই ইন্টারনেট ব্যবহারের সাংবিধানিক অধিকার ফিরে পেলো কাশ্মীরের অধিবাসীরা।