Bahumatrik :: বহুমাত্রিক
 
৭ অগ্রাহায়ণ ১৪২৬, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০১৯, ৩:০৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সৌদি আরবে নিহতদের স্বজনদের যোগাযোগের আহ্বান


২১ অক্টোবর ২০১৯ সোমবার, ১০:২৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


সৌদি আরবে নিহতদের স্বজনদের যোগাযোগের আহ্বান

ঢাকা : সৌদি আরবে নিহতদের পরিবারকে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের এক ফেসবুক বার্তায় জানানো হয়, ১৬ অক্টোবর সন্ধ্যায় মদিনা থেকে মক্কা যাওয়ার পথে আল-আকহাল নামক স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় একটি বাস পুড়ে ছাই হয়ে যায়। মদিনা ট্রাফিক সূত্রে জানা যায় যে ওই দুর্ঘটনায় ৩৬ জন মৃত্যুবরণ করেন। তার মধ্যে কয়েকজন বাংলাদেশি রয়েছেন বলেও জানা গেছে। রিয়াদ থেকে পাওয়া তালিকা অনুযায়ী ওই বাসে সম্ভাব্য ১২ বাংলাদেশি যাত্রী ছিলেন। তাদের মধ্যে মোক্তার, বেলাল, হুমায়ুন, নাছির, রুহুল আমিন, মনুমিয়া, হাকিম, সাকিব ও ফারুকের নাম জানা গেছে।

ওই দুর্ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন এমন প্রবাসীদের পরিবারের সদস্য/আত্মীয়/বন্ধু-বান্ধব/পরিচিত জনকে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল/বাংলাদেশ দূতাবাস, রিয়াদ-এ যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ: মুহাম্মদ মুহসিন, অনুবাদক কাম আইন সহকারী, মোবাইল- ০৫৫৭৪৯৭৮৬২।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

আন্তঃদেশীয় সম্পর্ক -এর সর্বশেষ