Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

সৌদিতে ৪১ পেশায় কাজ পাবে না বিদেশি নাগরিকরা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৩, ১৯ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সৌদিতে ৪১ পেশায় কাজ পাবে না বিদেশি নাগরিকরা

ঢাকা : নতুন বছরে সৌদি আরবে ৪১টি পেশায় বিদেশি নাগরিকদের আর কাজ করার সুযোগ থাকছে না। প্রাথমিকভাবে মদিনায় এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

দেশটির শ্রম ও সমাজ উন্নয়নমন্ত্রী আহমেদ বিন সুলাইমান এ বিষয়ে এক অধ্যাদেশ জারি করেছেন। এতে করে মদিনার বিপণীবিতান, পর্যটন, গাড়ি চালকের মতো ৪১টি পেশা শুধু সৌদি নাগরিকদের জন্য বরাদ্দ থাকবে। এসব পেশায় বিদেশিদের নিয়োগ দেওয়া যাবে না। বিষয়টিকে জাতীয়করণ বলছে সৌদি কর্তৃপক্ষ। এ আদেশ অমান্যকারীদের শাস্তির আওতায় আনার কথাও বলা হয়েছে।

মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটিতে ক্রমেই কমছে বিদেশি শ্রমিকের সংখ্যা। ২০২০ সালের মধ্যে সৌদি আরব অভ্যন্তরীণ বেকারত্বের হার ৯ শতাংশে নামিয়ে আনতে চায়। আর ২০২৩ সালের মধ্যে তা আরও কমিয়ে সাত শতাংশে নিয়ে আসার পরিকল্পনা দেশটির। দেশটিতে বিভিন্ন খাতে বর্তামানে প্রায় ২০ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables