Bahumatrik :: বহুমাত্রিক
 
৬ কার্তিক ১৪২৭, বুধবার ২১ অক্টোবর ২০২০, ১১:২৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা দুপুর ১২টায়


২৮ সেপ্টেম্বর ২০২০ সোমবার, ১০:৫৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা দুপুর ১২টায়

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের নামাজে জানাজা সোমবার বেলা ১১টায় হওয়ার কথা ছিল। সেটি পরির্বতন করে এক ঘণ্টা পিছিয়ে দুপুর ১২টায় সময় নির্ধারণ করা হয়েছে।রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় মাহবুবে আলমের মরদেহ সিএমএইচ থেকে বেইলি রোডের অ্যার্টনি জেনারেলের সরকারি বাসভবনে আনা হয়। ১২টায় নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

মাহবুবে আলম রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন। ওই দিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।