Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

সিঙ্গাপুরে সমস্যায় বাংলাদেশে ইন্টারনেট বিঘ্ন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০১:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ০১:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

সিঙ্গাপুরে সমস্যায় বাংলাদেশে ইন্টারনেট বিঘ্ন

সিঙ্গাপুরের সার্ভারে ডাটা জটের সৃষ্টি হওয়ায় বাংলাদেশ কয়েক ঘণ্টা ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব ধরনের ইন্টারনেট সার্ভিসে এই সমস্যা হয়। বিশেষ করে ব্রডব্যান্ড সংযোগের সংকট বেশি হয়।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিবি) সভাপতি আমিনুল হাকিম বলেন, সিঙ্গাপুরে ক্লাউডে ডাটা বৃষ্টি হওয়ার কারণে বাংলাদেশ ইন্টারনেট সেবায় বিঘ্ন হয়। অনেক এলাকায় ইন্টারনেট স্পিড একেবারেই স্লো হয়ে যায়।

তিনি আরও জানান, সিঙ্গাপুরে যোগাযোগ করে তারা জেনেছেন সন্ধ্যার পর সমস্যা নিরসন হয়েছে। যদিও এই সমস্যাটিকে সাবমেরিন ক্যাবলের কোনো সমস্যা বলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো জানায়নি।