Bahumatrik :: বহুমাত্রিক
 
২০ শ্রাবণ ১৪২৭, মঙ্গলবার ০৪ আগস্ট ২০২০, ১:৪৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সাংবাদিক ফারুক কাজীর মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক প্রকাশ


০৩ জুলাই ২০২০ শুক্রবার, ১১:০০  এএম

বহুমাত্রিক ডেস্ক


সাংবাদিক ফারুক কাজীর মৃত্যু : প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

ঢাকা: প্রবীণ সাংবাদিক, ল` রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ও প্রধানমন্ত্রীর সাবেক উপ-প্রেস সচিব ফারুক কাজী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল` রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।

তার মেয়ে আরশি এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তার মৃত্যু হলো।

কর্মজীবনে তিনি সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এছাড়া ল` রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি।

এদিকে ফারুক কাজীর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।