Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৯ ১৪৩২, রোববার ০৪ জানুয়ারি ২০২৬

শিশু শিক্ষার্থীকে বলাৎকার: সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১০, ১১ এপ্রিল ২০২১

প্রিন্ট:

শিশু শিক্ষার্থীকে বলাৎকার: সেই মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

কিশোরগঞ্জের কুলিয়ারচরের শিশু বলাৎকারের কারণে আলোচিত মাদ্রাসা শিক্ষক মুফতি ইয়াকুব আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সেকান্দরনগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক মো. শহিদুর রহমান সমকালকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, উপজেলার বড়খারচর আদর্শ নূরানী হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম (অধ্যক্ষ) মুফতি ইয়াকুব আলী নূরানী ৩য় শ্রেণির এক ছাত্রকে (১১) গত ৩০ ও ৩১ মার্চ পরপর দুই রাত বলাৎকার করেন। এ ঘটনায় শিশুটির পিতা বাদী হয়ে ওই অধ্যক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

Walton
Walton