Bahumatrik :: বহুমাত্রিক
 
১ কার্তিক ১৪২৮, শনিবার ১৬ অক্টোবর ২০২১, ১১:৩০ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত


০৬ অক্টোবর ২০২১ বুধবার, ০৯:৫৫  পিএম

বহুমাত্রিক ডেস্ক


শিক্ষামন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত

শিক্ষা সংক্রান্ত সমসাময়িক নানা বিষয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করার কথা ছিল শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির। তবে শারীরিক অসুস্থতা বোধ করায় শিক্ষামন্ত্রীর এ সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

বুধবার তার নিজ মন্ত্রণালয় এ কথা জানায়। বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবসত স্থগিত করা হয়েছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা একটি গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মৌসুমি ফ্লুর কারণে কিছুটা শারীরিক অসুস্থতা বোধ করছেন শিক্ষামন্ত্রী। এ কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন ২০২০ এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে। শিক্ষার্থীরা আন্দোলন করলেও এই সিলেবাস আর সংক্ষিপ্ত করা সম্ভব নয়।

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত চক্ষু চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।