Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

শনিবার থেকে ওয়ারীর ৪১নং ওয়ার্ড লকডাউন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ৩ জুলাই ২০২০

প্রিন্ট:

শনিবার থেকে ওয়ারীর ৪১নং ওয়ার্ড লকডাউন

শনিবার থেকে লকডাউনে যাচ্ছে রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ারীর ৪১নং ওয়ার্ড। এরই মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সড়ক ও স্থান নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রস্তুতির অংশ হিসেবে সকাল থেকেই বাঁশের বেড়া দিয়ে বেরিকেট তৈরির কাজ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। লকডাউন করা ১৫টি রাস্তার মধ্যে এলাকার বাসিন্দাদের বের হওয়া ও ঢোকার জন্য ২টি গেট তৈরি করা হচ্ছে। মোট ২শ` জন স্বেচ্ছাসেবক কাজ করবে লকডাউন হওয়া এলাকায়।

এদিকে, রেড জোন এলাকা হওয়ায় করোনা টেস্টের জন্য সেখানে অস্থায়ী বুথ তৈরি করছে স্বাস্থ্য অধিদপ্তর।

করোনা সংক্রমণরোধ করার জন্য রেড জোন ভিত্তিক লকডাউনের অংশ হিসেবে ২১ দিনের জন্য লকডাউন করা হচ্ছে ওয়ারীর ৪১ নম্বর ওয়ার্ড।