Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

রোহিঙ্গা শিবির এলাকায় থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

রোহিঙ্গা শিবির এলাকায় থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ

ঢাকা: কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মঙ্গলবার থেকে মোবাইল ইন্টারনেট সেবা থ্রি-জি ও ফোর-জি বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে অপারেটররা এ পদক্ষেপ নিয়েছে। খবর ইউএনবি’র 

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান ইউএনবিকে বলেন, ‘থ্রি-জি ও ফোর-জি ডাটা বন্ধ করতে সোমবার রাতে বিটিআরসি সব অপারেটরকে চিঠি দেয়। সে অনুযায়ী মঙ্গলবার থেকে টেকনাফ ও উখিয়া উপজেলার রোহিঙ্গা শিবির এলাকায় থ্রি-জি ও ফোর-জি বন্ধ করা হয়েছে।’

তিনি জানান, রোহিঙ্গারা যে এলাকায় থাকে সেখানে আগে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ করার জন্য অপারেটরদের বলা হয়েছিল। তবে এর আগে ২ সেপ্টেম্বর দেশের সব মোবাইল ফোন অপারেটরকে সাত দিনের মধ্যে রোহিঙ্গা শিবিরে সব ধরনের সিমকার্ড বিক্রি ও মোবাইল ফোন সেবা বন্ধের নির্দেশনা দেয় বিটিআরসি।

এক দিন পর বিটিআরসি নতুন নির্দেশনায় রোহিঙ্গা শিবিরগুলোতে বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করার জন্য অপারেটরদের নির্দেশ দেয়। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে দেশটির রাখাইন রাজ্য থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বর্তমানে এ জনগোষ্ঠীর সংখ্যা ১১ লাখের বেশি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables