Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৩ ১৪৩২, মঙ্গলবার ০৮ জুলাই ২০২৫

রাজধানীর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:২৮, ২৫ মে ২০২০

প্রিন্ট:

রাজধানীর সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে খালেক পেট্রোল পাম্পের সামনের সড়কে দুইটি প্রাইভেটকার ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে পথচারীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে নারী ও শিশুসহ ১২ জন।

প্রত্যক্ষদশীরা জানায়, রোববার রাত আনুমানিক ১১ টার দিকে, পেট্রোল পাম্পটির সামনের সড়কে দ্রুত গতিতে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে থাকা টোকাইদের চাপা দেয়। একইসময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসেের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে অটোরিক্সার চালক ও আরোহীরা গুরুতর আহত হন।

এলাকাবাসী জানান , দারুস সালাম থানা পুলিশ প্রাইভেটকার দুটোর আরোহী, চালক, অটোরিক্সার যাত্রী ও পথচারীসহ ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নেয়। তাৎক্ষনিকভাবে ৪ জনকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসকরা।

নিহতদের মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আর শিশু ও নারীসহ আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন বলে সময় নিউজকে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা দারুস সালাম থানার এসআই মো. বখতিয়ার। তিনি সময় নিউজকে জানান, তাৎক্ষনিকভাবে দুঘটনায় নিহত ও আহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ