Bahumatrik :: বহুমাত্রিক
 
১০ আশ্বিন ১৪২৭, শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২০, ১:০৭ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত


১৬ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার, ১০:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


রাজধানীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত

ঢাকা : রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে উল্টোপথে আসা সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সেনাবাহিনীর কনভয়ের তিন টনের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে সেনাসদস্য প্রিন্স ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। 

বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সেনাবাহিনীর ট্রাকটি সাভার সেনানিবাস থেকে জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকে থাকা আরও ২১ জন সেনাসদস্য ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

প্রতিরক্ষা -এর সর্বশেষ