Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২১ ১৪৩২, সোমবার ০৭ জুলাই ২০২৫

যে কেউ সৌদির নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১২, ৬ ডিসেম্বর ২০১৯

আপডেট: ২১:৩৩, ৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

যে কেউ সৌদির নাগরিক হওয়ার জন্য আবেদন করতে পারবে

ঢাকা : বিদেশিদের নাগরিকত্ব দিতে কড়াকড়ি আরোপ থেকে সরে এল সৌদি আরব সরকার। দেশটি ঘোষণা দিয়েছে, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে সৌদির নাগরিক হওয়ার জন্য আবেদন করা যাবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ-সংক্রান্ত এক রাজকীয় ফরমান জারি করেছেন।

শুক্রবার এক ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানায়, ভিশন ২০৩০ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে তেলের ওপর নির্ভরশীলতা কমানো, অর্থনীতির বিচিত্রকরণ ও সরকারি খাতসমূহকে উন্নত করতে এ পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার।

প্রতিবেদনে আরও বলা হয়, দুই মাস আগে এই ফরমান ইস্যু করা হলেও ফরমান সম্পর্কে এতদিন জানা যায়নি। এসময় কোনো সৌদি সংবাদমাধ্যম এনিয়ে সংবাদ প্রকাশ করেনি। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে দেশটির পত্রিকা সবক।

যেসব ক্যাটাগরির বিশেষজ্ঞরা দেশটির নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, তা হলো-ফরেনসিক সায়েন্স, মেডিকেল সায়েন্স, ফার্মেসি, গণিত, কম্পিউটার, প্রযুক্তি, কৃষি, নিউক্লিয়ার অ্যান্ড রিনিউঅ্যাবল অ্যানার্জি, শিল্প, তেল, গ্যাস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, রোবট, ন্যানো-টেকনোলজি, পরিবেশ, ভূতত্ত্ব, মহাকাশ বিজ্ঞান ও বিমান।

রিয়াদের আল-ফয়সাল ইউনিভার্সিটি অধ্যাপক খালিদ বিন আলী বাতাফি বলেন, ‘ভিশন-২০৩০ বাস্তবায়ন করতে সৌদি কর্তৃপক্ষ ব্যাপক প্রজেক্ট হাতে নিয়ে এগোচ্ছে এবং বিনিয়োগ করছে। এসব বাস্তবায়নে দক্ষ সব বিশেষজ্ঞ ও বিজ্ঞানী দরকার। রাজকীয় এ ফরমানের ফলে বিদেশি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা আগ্রহী হবেন বলে আমাদের বিশ্বাস।’