Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিপুল

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৩ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

যশোর সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন বিপুল

যশোর : যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলকে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

আগামি ২০ অক্টোবর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরা।

বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র দাখিল করেন। এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। সেই শূন্যপদে আনোয়ার হোসেনের বিপুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

বহুমাত্রিক.কম