Bahumatrik :: বহুমাত্রিক
 
৫ আশ্বিন ১৪২৬, শনিবার ২১ সেপ্টেম্বর ২০১৯, ১:০৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

যশোর: ভিত্তিহীন অভিযোগ উত্থাপনকারীদের শনাক্তের চেষ্টা চলছে


০৬ আগস্ট ২০১৯ মঙ্গলবার, ১১:০৬  পিএম

কাজী রকিবুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


যশোর: ভিত্তিহীন অভিযোগ উত্থাপনকারীদের শনাক্তের চেষ্টা চলছে

যশোর : যশোরের সাংবাদিকদের ঐক্য বিনষ্ট এবং চরিত্র হননের অপচেষ্টা সম্মিলিত ভাবে রুখে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সাংবাদিকদের সংগঠনগুলোর যৌথসভায় এই সিদ্ধান্ত হয়।

প্রেসক্লাবের ডাকা সভায় অংশ নেন সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃস্থানীয়রা।

সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে নাম-গোত্রহীন একটি সংগঠনের ব্যানারে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের বিরুদ্ধে যে মানববন্ধন হয়, সভা থেকে তার তীব্র নিন্দা জানানো হয়। বলা হয়, তথাকথিত সংগঠনটির ব্যানারে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ন্যাক্কারজনক ঘটনাটি যারা ঘটিয়েছে, তাদের স্বরূপ শিগগির জনসমক্ষে উন্মোচন করা হবে। এরপর প্রয়োজনে আইনের আশ্রয় নেয়া হবে। এরপরও যদি অপপ্রচারকারীরা তাদের তৎপরতা অব্যাহত রাখে, তাহলে যশোরের সাংবাদিক সমাজ দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।

সভায় সাংবাদিকনেতারা মত দেন, মত-পথ ভুলে যশোরের সাংবাদিকরা অতীতেও অনেকবার ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করেছে। এবারও তেমনটিই হবে। কোনো অপশক্তি সাংবাদিকদের এই ঐক্য বিনষ্ট করতে পারবে না। যশোরের সব শ্রেণির মানুষ আগের মতো এখনো ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজের সাথে থাকবে বলেও আশা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যশোর সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, নির্বাহী সদস্য আনোয়ারুল কবীর নান্টু, যশোর সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রণব দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রুবেল, বিএফইউজের সহ-সভাপতি মনোতোষ বসু, সদস্য গোপীনাথ দাস, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর জেলা ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহম্মেদ, সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক গালিব হাসান পিল্টু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সাকিরুল কবীর রিটন, সদস্য-সচিব শিকদার খালিদ প্রমুখ। সভা সঞ্চালন করেন প্রেসক্লাব সম্পাদক আহসান কবীর।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

Netaji Subhash Chandra Bose
BRTA
Bay Leaf Premium Tea

গণমাধ্যম -এর সর্বশেষ