 
									
																	দুস্থ মানুষদের উষ্ণতা দিতে নাভানা গ্রুপের সহযোগিতায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে জেলা পুলিশ যশোর।
রোববার সকাল সাড়ে ১০টায় যশোর শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠে ১হাজার শীতার্ত মানুষেদের মাঝে কম্বল বিতরণ করে যশোর জেলা পুলিশ। যশোরে পুলিশ সুপার আশরাফ হোসেনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাভানা গ্রুপের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আরফাদুর রহমান বান্টি। এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ অপূ সরোয়ার সহ জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।
বহুমাত্রিক.কম





 
											 
											 
											 
											 
											 
											 
											