Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ৭ ১৪৩২, শুক্রবার ২৪ অক্টোবর ২০২৫

মোজাম্বিকে নির্বাচনী প্রচারে হামলার হুমকি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭, ১৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

মোজাম্বিকে নির্বাচনী প্রচারে হামলার হুমকি

ঢাকা : মোজাম্বিকের আসন্ন নির্বাচন স্থগিত না করে প্রচারণা অব্যাহত রাখলে দেশটির বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা বুধবার সহিংসতা জোরদারের হুমকি দিয়েছে। যুগান্তকারী শান্তি চুক্তির পর দেশটিতে এই প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে।

এদিকে বিদ্রোহীরা সাম্প্রতিক দু’টি গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছে। খবর এএপফি’র।

সরকার ও সাবেক বিদ্রোহী গ্রুপ বর্তমানে প্রধান বিরোধী দল রিনামোর মধ্যে গত মাসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর দশকের পর দশক ধরে চলা অস্থিরতার লাগাম টেনে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশটিতে জোরালো তৎপরতা চলছে।

চুক্তির শর্ত অনুযায়ী, রিনামো যোদ্ধারা আর্থিক সহায়তা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, না হয় পুলিশ ও সেনাবাহিনীতে যোগ দিতে পারেন। এ পর্যন্ত বিদ্রোহী গ্রুপের পাঁচ হাজারের বেশি সদস্য তাদের অস্ত্র জমা দিয়েছে।
কিন্তু রিনামোর সামরিক শাখাসহ কিছু উপদল এ শান্তি চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে।

ভিডিও লিংকের মাধ্যমে বিরাতে খন্ডিত অংশের নেতা মারিয়ানো ননগো সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনী প্রচারণা অব্যাহত থাকলে, আমাদের হামলাও অব্যাহত থাকবে।’
তিনি দাবি করেন যে তার যোদ্ধারা সম্প্রতি ম্যানিকায় বিভিন্ন গাড়িতে হামলা চালিয়েছে।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables