Bahumatrik :: বহুমাত্রিক
 
১১ জ্যৈষ্ঠ ১৪২৭, মঙ্গলবার ২৬ মে ২০২০, ১০:০৬ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

মনুষ্যহীন সৈকতে প্রজনন বাড়াতে লাখ লাখ কচ্ছপ!


২৭ মার্চ ২০২০ শুক্রবার, ১২:২৮  পিএম

বহুমাত্রিক ডেস্ক


মনুষ্যহীন সৈকতে প্রজনন বাড়াতে লাখ লাখ কচ্ছপ!

করোনা ঠেকাতে (Coronavirs) দেশ ব্যাপি লকডাউন। ঘরবন্দি আট থেকে আশি। বয়স্কদের বিশেষ করে নিষেধ বাইরে বেরোনোর। ফলে, সমুদ্রের তীরে বসে হাওয়া খাওয়া বা ঢেউ গোণার জন্য ভিড় নেই পর্যটকদের। এই সুযোগ কাজে লাগিয়েছে লাখো কচ্ছপ (Turtle)!

ভারতের ওড়িষ্যার রুশিকুল্যা সমুদ্র পাড় (Rushikulya Beach) দখল করেছে লাখ লাখ কচ্ছপ। ডিম পেড়ে প্রজনন বাড়াতে তাদের এই আগমন।  বন বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ লাখেরও বেশি অলিভ রিডলেস (Olive Ridleys) কচ্ছপ নিরালায় ডিম পাড়তে পৌঁছে গেছে সমুদ্র তীরে। সেখানে এই মুহূর্তে মানুষের অবাঞ্ছিত ভিড়, উপদ্রব নেই। ফলে, সুযোগ বুঝে তারা এখানে হাজির প্রজনন বাড়াতে।

এখনও অবধি ৭ লাখেরও বেশি কচ্ছপ এখানে জন্ম দিয়েছে তাদের ভাবী প্রজন্মের। প্রতি বছর মার্চ মাসে এই প্রজাতির কচ্ছপেরা আসে গহিরমাথা এবং রুশিকুল্যা সমুদ্র সৈকতে। বন বিভাগের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী এই বছর ৬০ মিলিয়ন ডিম পাড়বে তারা। একই সঙ্গে বন বিভাগেও আরও দাবি, মানুষ ঘরবন্দি হওয়ায় চলতি বছরে কচ্ছপের সংখ্যা সবচেয়ে বেশি। খবর এনডিটিভি’র 

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।