
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম টানা ৫ দিন বন্ধ থাকবে। তবে এই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন।
ভোমরা স্থলবন্দরের কর্মকর্তারা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় সরকারি ছুটি ৩ দিনের সঙ্গে তাদের সাপ্তাহিক ছুটি রোবাবার ও শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি থাকায় তারা মোট ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।