Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

ভারত সফরের প্রাক্কালে ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:১৯, ১৯ ফেব্রুয়ারি ২০২০

আপডেট: ১২:২০, ১৯ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

ভারত সফরের প্রাক্কালে ট্রাম্পের মন্তব্যে তোলপাড়

আসন্ন ভারত সফরকে সামনে রেখে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘ভারতের কাছ থেকে ভালো কিছু পাননি।’ আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প। 

সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘ভারতের কাছ থেকে আমরা ভালো কিছু পাইনি।’ তবে তিনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের একটি বাণিজ্য চুক্তি হতেই পারে। তবে আমি চাইছি এই গুরুত্বপূর্ণ চুক্তিটি এই মুহূর্তে নয়, পরবর্তী সময়ের জন্যে তুলে রাখতে।’

আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। নির্বাচনের পর ভারতের সঙ্গে বড় কোনো চুক্তি হবে কি না, এমন প্রশ্নে তিনি কিছু জানেন না বলে জানান।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ভারতের সঙ্গে খুব বড় একটা বাণিজ্য চুক্তি করতে চলেছি। আমাদের এটা করতেই হবে। তবে নির্বাচনের আগে এটি করা সম্ভব হবে কি না তা আমি জানি না। এটা ঠিক যে ভারতের সঙ্গে আমাদের অনেক বড় কোনো চুক্তি হবে।’

যুক্তরাষ্ট্র থেকে ভারত দুগ্ধজাত উপাদান ও মুরগি আমদানি করতে চাচ্ছে। তবে ট্রাম্পের আসন্ন সফরে এ বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে না বলে মনে করা হচ্ছে। কেননা, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধির মধ্যস্থতাকারী রবার্ট লাইটাইজার এ সফরে ট্রাম্পের সঙ্গে ভারতে আসছেন না। এর ফলে বাণিজ্য চুক্তি নাও হতে পারে। তবে মার্কিন কর্মকর্তারা রবার্ট লাইটাইজারে ভারতে আসা-না আসার ব্যাপারে কোনো কিছু খোলাসা করেননি।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables